শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
তারাও আমাদের সমাজেরই অংশ। পেটের তাগিদে তাদের বেছে নিতে হয়েছে পৃথিবীর আদিম পেশাকে। কিন্তু তাদেরও স্বপ্ন দেখার অধিকার রয়েছে। পেশার সঙ্গে যুক্ত কেউই চান না, তাদের ছেলেমেয়েরা বিষন্নতার বেড়াজালে বেড়ে উঠুক। তাই তারাও নিজেদের মতো করে চালাচ্ছেন জীবনের বেড়ে ওঠার লড়াই। আর সেভাবেই নজির সৃষ্টি করল বছর ১৭-র প্রিয়া মণ্ডল। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সনের দায়িত্ব নেয় সে।
নিষিদ্ধপল্লির ‘অঙ্কুররা’ যে সমাজের মূল অংশ থেকে আলাদা নয়, তা প্রমাণ করতে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে শিশু সুরক্ষা কমিশন এদিন এই বিশেষ ব্যবস্থাপনায় আয়োজন করে। কয়েক ঘণ্টার জন্য দায়িত্ব তুলে দেওয়া হয় প্রিয়ার হাতে।
আরও পড়ুনঃ চন্দননগর চাউলপট্টিতে ‘আদি মা’-এর দর্শনে দিলীপ ঘোষ
দায়িত্ব পাওয়ার পর শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করে সে। তারা যাতে পেট ভরে খেতে পায় এবং পড়াশোনার করতে পারে, সে বিষয়ে আরও উদ্যোগী হওয়া উচিত বলে মনে করছে একাদশ শ্রেণির ওই ছাত্রীটি। এ দিন কমিশনের দৈনন্দিন কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি ফাইলে সইও করে প্রিয়া।
প্রিয়া বলে, ‘‘প্রোটেকশন অব চাইল্ড রাইটস অ্যাক্ট (পকসো)-এ মামলা হলে, পুলিশের একাংশ শিশুদের কথা বিশ্বাস করতে চায় না। শিশুরাও অনেক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে যায়। প্রশাসনকে তাদের গুরুত্ব অবহেলা করলে চলবে না।’’
আরও পড়ুনঃ আন্তর্জাতিক পুরুষ দিবসে ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর অভিনব ভাবনা ‘পুরুষ তোমার জন্য!’
তার কথা মন দিয়ে শুনছিলেন ‘শিশু অধিকার সুরক্ষা আয়োগ’-এর স্থায়ী চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি প্রিয়াকে উত্তরীয় পরিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। অনন্যা বলেন, “প্রিয়া তার মতামত আমাদের জানিয়েছে। শিশুদের জন্য সে কী করতে চায়, আলোচনার মাধ্যমে তুলে ধরেছে। শিশুদের অধিকার রক্ষা করতে ওর মতো আমাদের সকলেই এগিয়ে আসতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584