নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দুটো এক নাম, আলাদা পদবি। পেশাও আলাদা ব্যক্তিত্বদ্বয়ের। একজন কংগ্রেস সম্পাদক। অন্যজন অভিনেত্রী। কিন্তু জনসভায় ভাষণ দিতে উঠে কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার গুলিয়ে ফেললেন প্রিয়ঙ্কা চোপড়ার সাথে প্রিয়ঙ্কা গান্ধিকে, আর তাতেই জনতার মধ্যে দেখা গেল কয়েক সেকেন্ডের অপ্রস্তুত নিস্তব্ধতা, যাকে বলে ‘অকার্ড সাইলেন্স’।
#WATCH Delhi: Slogan of "Sonia Gandhi zindabad! Congress party zindabad! Rahul Gandhi zindabad! Priyanka Chopra zindabad!" (instead of Priyanka Gandhi Vadra) mistakenly raised by Congress' Surender Kr at a public rally. Delhi Congress chief Subhash Chopra was also present.(01.12) pic.twitter.com/ddFDuZDTwH
— ANI (@ANI) December 1, 2019
মঞ্চে উপবিষ্ট কংগ্রেসের মুখ্য নেতা সুভাষ চোপড়া পাশে থাকায় সুরেন্দ্রর ভুল বুঝতে পেরে পরিস্থিতি হালকা করলেন, তবে তার আগেই আমজনতার মধ্যে একটু ‘খিলখিল’ স্রোত ভেসে গেছে এক প্রস্থ।
আরও পড়ুনঃ অধিক বর্ষণে কোয়েম্বাতরে দেওয়াল ধসে মৃত ১৫
ভাষণ শেষ করার সময় নিয়মমাফিক ‘সোনিয়া গান্ধি জিন্দাবাদ’, ‘রাহুল গান্ধি জিন্দাবাদ’, ‘কংগ্রেস পার্টি জিন্দাবাদ’ বলার পরেই ঐতিহাসিক ভুল করলেন সুরেন্দ্র। মাইকে জোরগলায় জিগির তোলেন ‘প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ’। কানে যেতেই মৃদু হাসি, হতভম্ব সুভাষ। কিন্তু ততক্ষণে মুখ নিঃসৃত অমৃত সুধা বেরিয়ে গিয়েছে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মিম বানিয়ে সেই ভিডিও পোস্ট হতেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভিডিওটি। সঙ্গে ব্যাকা সুরে প্রশ্ন উঠেছে– কংগ্রেসে কবে যোগ দিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া? কিছু না জেনেই হাজার হাজার টুইটে জর্জরিত প্রিয়াঙ্কা চোপড়া। উত্তর দেবেন কি, ঘটনার আগাগোড়া কিছুই জানেন না যে তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584