নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা অতিমারি ছড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে সোমবার সরাসরি দায়ী করেন কংগ্রেসকে। তার উত্তরে মোদীকে নিশানা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বিঁধলেন মোদীকে। প্রিয়াঙ্কার প্রশ্ন, তবে কি প্রধানমন্ত্রী চাননা যে গরীব মানুষকে সাহায্য করা হোক! একই সঙ্গে মোদীর ভোটের সময় বিশাল বিশাল জনসভা করা নিয়েও মোদীর দিকে আঙ্গুল তোলেন প্রিয়াঙ্কা।
প্রধানমন্ত্রী সোমবার বলেন যে, কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের হাতে বিনামূল্যে রেলের টিকিট তুলে দেয় এবং তারা মহারাষ্ট্র ছেড়ে ঘরে ফেরেন। তাতেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখন্ডে ছড়িয়ে পড়ে করোনা সংক্রমণ। একে তিনি মহাপাপ বলেও উল্লেখ করেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর পাল্টা প্রশ্ন, ‘‘গরিবকে সাহায্য করা হোক, তা কি প্রধানমন্ত্রী চান না, বিশেষত যখন শ্রমিকরা মাইলের পর মাইল পায়ে হেঁটে বাড়ি ফিরছেন ? মোদীজি আপনি কী চান?’’ এর পরই তুমুল করোনা দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যখন শিখর ছুঁয়েছে তখন মোদীর জনসভা নিয়েও কটাক্ষ করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘‘মোদীজি, আপনি যেসব বিশাল জনসভাগুলো করেছিলেন, সেগুলি নিয়েও কিছু বলুন!’’
আরও পড়ুনঃ পিএম কেয়ার্স ফান্ড থেকে করোনা মোকাবিলায় খরচের চাঞ্চল্যকর তথ্য এনডিটিভি-র রিপোর্টে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584