শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
লখিমপুর খেরিতে যাওয়ার পথে হারগাঁওতে প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই দাবি কংগ্রেসের।রবিবার সেখানে আন্দোলনরত কৃষক সহ ৮ জনের মৃত্যু হয় গাড়িতে পিষে ও গুলি চালানোর ফলে।
ঘটনার প্রতিবাদে রাতেই লখিমপুরের উদ্দেশ্যে রওনা দেন উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সূত্র মারফত জানা গিয়েছে তাঁকে সীতাপুরের এক অতিথি নিবাসে নিয়ে যাওয়া হয়েছে।
Abuse of Constitution, repression of political opponents and illegal arrest of Priyanka Gandhi exhibits the dictatorial stand of this government!#KhooniDarpokBJP pic.twitter.com/V8i6p4DOMu
— Youth Congress (@IYC) October 4, 2021
যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিভি একটি ভিডিও টুইট করেন। ভিডিওতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমকে গোটা ঘটনার বিবরণ দিচ্ছেন। হারগাঁওতে রাস্তায় পুলিশ প্রিয়াঙ্কার কনভয় আটকে দেয়। এরপরই বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস সমর্থকরা। কংগ্রেসের দাবি, প্রিয়াঙ্কাকে সীতাপুরে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ কৃষক হত্যার ঘটনায় লখিমপুর যাওয়ার পথে পুলিশের হাতে আটক অখিলেশ, তীব্র উত্তেজনার সৃষ্টি
কংগ্রেস সূত্রের খবর, লখিমপুর খেরি যেতে পারেন রাহুল গান্ধীও। উল্লেখ্য, সম্পূর্ণ এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা এবং ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করেছে প্রশাসন। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই লখিমপুর পৌঁছেছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584