পরিযায়ীদের বাড়ি ফেরাতে ৫০০ বাসের ব্যবস্থা প্রিয়াঙ্কার

0
61

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ৫০০টি বাসের ব্যবস্থা করলেন প্রিয়াঙ্কা গান্ধি। রবিবার সকালের মধ্যেই উত্তরপ্রদেশ সীমান্তে পৌঁছে যাবে এই বাসগুলি। করোনা সংক্রমণ রুখতে আজ প্রায় দুমাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। কোভিড-১৯ মোকাবিলায় তৃতীয় দফার লকডাউন শেষ হলেই শুরু হবে চতুর্থ দফার লকডাউন। সে কথা আগাম জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Priyanka Gandhi | newsfront.co
ফাইল চিত্র

এতদিন ধরে ভিনরাজ্যে আটকে রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। হঠাৎ করে লকডাউন জারি হওয়ায় সমস্যায় পড়েছেন ওইসব খেটেখাওয়া মানুষেরা। টানা দুমাস বন্ধ গোটা ভারত। খাবার পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা। একবেলা থাকার আশ্রয়টাও খুইয়েছেন। পেটের জ্বালায় ওষ্ঠাগত প্রাণ। অগত্যা কোনো উপায় না পেয়ে ভিন রাজ্য থেকে হেঁটেই বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। এতে বিপদ বাড়ছে।

রাতে রেললাইনে ক্লান্ত শরীরটা ঘুমিয়ে পড়লে অজান্তেই শরীরের ওপর দিয়ে চলে যাচ্ছে ট্রেনের চাকা। আবার কখনো রাস্তার ধারে ছলছল চোখে অজানা পথে হাঁটার কথা যখন ভাবছেন তখন দ্রুত আসা বাসের চাকা পিষে দিচ্ছে কালো রাস্তায়। সন্তানের কষ্ট আর সহ্য করতে পারছেন না মা।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে এনপিআর স্থগিত

তাই ব্যাগের ওপর বসিয়েই তাকে টেনে নিয়ে যাচ্ছেন এক অভুক্ত অসহায় মা। এই দৃশ্য টানা দু মাস ধরে নির্বাক দৃষ্টিতে দেখে চলেছি আমরা সকলে। এ যেন পরিযায়ী শ্রমিকরা নয়, গোটা ভারতবর্ষই দিন রাত মাইলের পর মাইল শুধু হেঁটেই চলেছেন। তবুও বাঁচার আশায় বাড়ি তো ফিরতেই হবে।

পরিযায়ী শ্রমিকদের হয়ে প্রথম থেকেই কথা বলে এসেছেন রাহুল গান্ধি। একই সুরে গলা মিলিয়ে শ্রমিকদের জন্য বার বার প্রতিবাদ করেছেন প্রিয়াঙ্কা গান্ধি। এবার প্রিয়াঙ্কা নিজেই শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করলেন। ৫০০টি বাসের ব্যবস্থা করেছেন তিনি। রাজস্থানের বিভিন্ন জেলায় আটকে থাকা উত্তরপ্রদেশের শ্রমিকদের ফেরানোর জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here