“ভোটের কথা মনে পড়ে গেল নাকি?” অর্থমন্ত্রীকে কটাক্ষ প্রিয়াঙ্কার

0
96

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বুধবার রাতে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২১-২০২২ আর্থিক বছরে পিপিএফ সঞ্চয়ে সুদের হার থাকবে ৬.৪ শতাংশ। স্বল্প সঞ্চয়ের সুদের হারও কমার কথা বলা হয়েছিল। রাতারাতি অবস্থান বদলে বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, এখনই কমছে না স্বল্প সঞ্চয় ও পিপিএফের সুদের হার।

Priyanka Gandhi On Interest rates | newsfront.co
কোলাজ চিত্র

বরং ২০২০-২০২১ আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের সুদের হারই নতুন আর্থিক বছরের প্রথম তিনমাস অব্যাহত থাকবে। অর্থাৎ তিনমাস পর্যন্ত স্বস্তি, তারপরের কথা জানা যায়নি এখনো। এই বিজ্ঞপ্তি প্রত্যাহারের পরে কেন্দ্রকে কটাক্ষ করছে বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন থেকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সকলেই তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে।

দেশের ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট চলছে। এর মধ্যে স্বল্প সঞ্চয় সুদ কমানো হলে তার বিরূপ প্রভাব পড়তে পারে বিজেপির ভোট বাক্সে। ওয়াকিবহাল মহলের দাবি, এই ভোটের কথা মাথায় রেখেই এদিন তড়িঘড়ি সুদ কমানোর বিজ্ঞপ্তি প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। একই সুর বিরোধী নেতানেত্রীদের কথাতেও।

আরও পড়ুনঃ ভোট বড় বালাই!স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর নির্দেশ প্রত্যাহার কেন্দ্রের

বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবিষয়ে টুইট করার পরই তাঁকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা। অর্থমন্ত্রীকে খোঁচা মেরে তিনি জানতে চান, সত্যিই কি ভুলবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি বেশ কয়েকটি রাজ্যে চলতে থাকা নির্বাচনের দিকে খেয়াল রেখেই তা প্রত্যাহার করা হলো!

আরও পড়ুনঃ হরিদ্বারে শুরু মহাকুম্ভ, ৭২ঘন্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট দেখালে তবেই প্রবেশাধিকার

একইভাবে আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে ডেরেককে। তিনিও টুইটারে লেখেন, নির্বাচনী সভায় মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া কিংবা ট্রাক থেকে পাথর ছোঁড়ার দিকে মন থাকাতেই এমন ভুল করছে কেন্দ্র।

এদিকে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালাও টুইট করে প্রশ্ন তুলেছেন, ”মাননীয়া অর্থমন্ত্রী, আপনি কি সরকার চালাচ্ছেন নাকি সার্কাস?” তাঁর পরিষ্কার দাবি, ”আপনার আর অর্থমন্ত্রী থাকার অধিকার নেই।” টুইট করে কেন্দ্রকে কটাক্ষ করেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বর্ষীয়ান নেতা যশোবন্ত সিনহাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here