ভবানীপুর উপনির্বাচনে লড়বেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, দলে কম সময়ে উত্থান নেত্রীর

0
100

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, ওই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসাবে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম ঘোষনা করেছে বিজেপি। তবে বিজেপিতে বেশি পুরনো নন এই নেত্রী। ২০১৪ সালের অগাস্টে গেরুয়া শিবিরে যোগ দেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বিজেপি-তে যোগ দিয়েই ২০১৫-র কলকাতা পুরসভা নির্বাচনে ৪৮ নং ওয়ার্ডে প্রার্থী হন তিনি। তবে ওই নির্বাচনে পরাজিত হন প্রিয়াঙ্কা।

Priyanka Tibrewal
ছবি: সংগৃহীত

দু’বার নির্বাচনে পরাজিত হওয়ার পরেও তারকা কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষনা করেছে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে অভিনেতা রুদ্রনীল ঘোষ ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবার ওই কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দাঁড় করালো বিজেপি।

আরও পড়ুনঃ ৩ কোটিরও বেশি মানুষ এসেছেন ‘দুয়ারে সরকার’ শিবিরে, সাফল্যে উচ্ছ্বসিত মমতা

২০২০ সালের অগাস্টে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান প্রিয়াঙ্কা। যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি প্রিয়াঙ্কা গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হন এন্টালি আসনে। কিন্তু তৃণমূলের কাছে হারতে হয় প্রায় ৫৯ হাজার ভোটে। নির্বাচনে হারলেও ৪০ বছরের প্রিয়াঙ্কা রাজনীতিতে নেমে আর ঘরে ঢুকে পরেননি। ধীরে ধীরে দলে নিজের জায়গা তৈরি করতে থাকেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এতদিনে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ‘লড়াকু’ অ্যাখ্যা দিয়েছে গেরুয়া শিবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here