অ্যামাজন সিইও-র ভারত সফর ঘিরে বাকবিতণ্ডা, বিজেপি নেতাকে পাল্টা জবাব বিদেশি সংবাদমাধ্যমের

0
69

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সম্প্রতি অ্যামাজনের সিইও জেফ বেজোসের ভারত সফর নিয়ে টুইটারে বাকবিতন্ডায় জড়িয়ে পড়লন জনৈক বিজেপি। বিদেশি সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের করা একটি পোস্টে বিতর্কে জড়িয়ে পড়েন সেই বিজেপি নেতা।

জেফ বেজোস। চিত্র সৌজন্যঃ বিবিসি

সম্প্রতি ভারত সফরে এসে বেজোস প্রতিশ্রুতি দেন যে ভারতের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে ১ বিলিয়ন (১০ কোটি) মার্কিন ডলার বিনিয়োগ করবে তাঁর সংস্থা। পাশাপাশি তিনি এও বলেন ২০২৫ এর মধ্যে এই বিনিয়োগ করে ভারতে কাজ শুরু করে দিতে চান তিনি। তাঁর বিশ্বাস ভারতে যে সম্ভাবনা আছে, যে সজীব ও শক্তিশালী গণতান্ত্রিক সংহতি রয়েছে তা কাজে লাগিয়ে একবিংশ শতাব্দীকে ‘ভারত শতাব্দী’ হিসাবে উপস্থাপনা করা যায়। ভারত তা পারবে বলেই তাঁর বিশ্বাস।

১৫ জানুয়ারি আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রশংসা করে উক্ত বক্তব্য পোষণ করেন বেজোস। এর প্রতিক্রিয়া হিসেবে বিজেপির পররাষ্ট্র শাখার প্রধান বিজয় চৌথাইওয়ালে কটাক্ষ করে টুইট করেন যে বেজোসের উচিত একথা ওয়াশিংটন ডিসি-তে তাঁর কর্মচারীদের বলা, নাহলে তাঁর ‘চার্ম অফেন্সিভ’ সম্ভবত সময় এবং অর্থের অপচয় করবে।

এদিকে এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া হিসাবে ওয়াশিংটন পোস্টের ‘গ্লোবাল অপিনিয়নস’ বিভাগের সিনিয়র এডিটর ইলাই লোপেজ টুইট করেন, “ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা কী লিখবেন, তা জেফ বেজোস বলে দেন না। স্বাধীন সাংবাদিকতা মানে কোনও সরকারকে খুশি করা নয়। কিন্তু আমাদের সংবাদদাতা এবং কলাম লেখকদের কাজ যে ভারতের গণতান্ত্রিক প্রথা মেনেই হয়, সে নিয়েও কোনও প্রশ্ন নেই।”

ওয়াশিংটন পোস্টকে চিরকালই কটাক্ষ করেছেন বিজেপির দলীয় নেতারা। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা, ৩৫-এ রদ হওয়ার পর নিরপেক্ষ বিচারেই সমালোচিত একটি লেখা বেরিয়েছিল ওয়াশিংটন পোস্ট থেকে। কিন্তু সেই সমালোচনা খুব একটা ভাল চোখে দেখেনি গেরুয়া শিবির। তাই হয়তো এই বাকবিতণ্ডা।

ওই টুইটের সূত্র ধরে দুপক্ষের মধ্যে বেশ কিছুটা বচসা চললে ওয়াশিংটন পোস্টকে ভারতের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্ব’ দেখানোর অভিযোগ তোলেন বিজেপি নেতা। পরে সংবাদ সংস্থা রয়টার্সকে চৌথাইওয়ালে জানান, “আমি সংস্থা হিসেবে অ্যামাজনের বিরোধিতা করছি না, বরং আমি তাদের নিয়মিত গ্রাহক। জেফ বেজোসের উচিত, বাড়ি ফিরে ওয়াশিংটন পোস্টকে ভারত সম্পর্কে তাঁর মতামত জানানো। ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় নীতি অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং অ্যাজেন্ডা ভিত্তিক।”

যদিও রয়টার্স সূত্রে খবর, ঘটনার দুদিন পরেই ওই নেতা নিজের বক্তব্যের সুর পালটে বলেন, তাঁর বক্তব্যকে অন্য ভাবে উপস্থাপনা করা হচ্ছে আলোচনার পরিসরের বাইরে গিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here