শ্যামল রায়,বর্ধমানঃ
বর্ধমান আরামবাগ রোডে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়ে গেল।বাসচালকদের অভিযোগ যে বর্ধমান জেলার অধীন ৩২ কিলোমিটার রাস্তার মধ্যে অষ্টআশিটি স্পিড ব্রেকার বসানোর প্রতিবাদে এই বাস ধর্মঘটের ডাক।জেলা বাস এ্যাসোসিয়েশনের ডাকে এই বাস ধর্মঘট শুরু হলো।এর ফলে ৩০০ টি বাস যাতায়াত করেনি এই রুটে।
জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাশাসক থেকে শুরু করে জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি।অভিযোগ যে বিভিন্ন জায়গায় এত বেশী স্পিড ব্রেকার বসানো হয়েছে যে বাসের গতি কমে যায় এর ফলে খরচ বেড়ে যায় এবং বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে তাই
স্পিড ব্রেকার তুলে দেওয়ার দাবিতে বাস মালিকদের এই ধর্মঘট।
আরো জানা গিয়েছে যে বর্ধমান থেকে বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ তারকেশ্বর সহ বিভিন্ন রুটে কোন বাস চলাচল করেনি।এর ফলে যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে এদিন।
আরও পড়ুন: বাহারি কম্বলে পিছু হটলেও,কমেনি কদর লেপ কারিগরদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584