বেলদা-হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটির মিছিল

0
58

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের বেলদা-হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাবা নিয়ে মিছিল করা হয়।

Procession at west medinipur
নিজস্ব চিত্র

এদিন বেলদা কেশিয়ারি রবীন্দ্র মূর্তি থেকে গোটা এলাকায় মিছিল করল বেলদা-হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটি।তাঁদের দাবি বেলদা থেকে আরও দু’টি লোকাল ট্রেন চালু করতে হবে,উত্তর ভারত ও দক্ষিণ ভারত গামী বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্টপেজ দিতে হবে,বেলদা স্টেশনে নতুন টিকিট কাউন্টার চালু করতে হবে,বেলদা কেশিয়ারি মোড় রেলগেটে যাত্রীদের সুবিধার্থে ওভার ব্রিজ বানাতে হবে।

আরও পড়ুনঃ বেলদা-হাওড়া লোকাল বাঁচাও কমিটির মিছিল

এইসব একাধিক দাবি নিয়ে মিছিল করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here