নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কাটমানি ইস্যুতে ইতিমধ্যেই অস্বস্তিতে শাসক শিবির।ফলতঃ এলাকায় শক্তি বৃদ্ধি করছে বিজেপি।পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হল সাধারণ কর্মী সম্মেলন।তারপরই কাটমানি ইস্যুকে কেন্দ্র করে হাতে পোস্টার নিয়ে রাস্তায় হাঁটলেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা।

কেন্দ্রের নির্দেশে জেলায় জেলায় চলছে বিজেপির সদস্যতা অভিযান।সেই অভিযানকে হাতিয়ার করেও এই দিনের সম্মেলন থেকে বিজেপিতে যোগদানের কথা বলেন উপস্থিত নেতৃত্বরা।এই দিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার কেশরী মণ্ডলের সভানেত্রী কৃষ্ণা সাহু,কেশিয়াড়ি উত্তর মন্ডলের সভাপতি সনাতন দোলাই,বিজেপি নেত্রী মঞ্জু মহান্তি সহ প্রমুখ নেতৃত্ব।

পাশাপাশি প্রকৃত সমাজসেবার ও প্রসঙ্গ তুলেছেন উপস্থিত সকলেই।কটমানি ইস্যু নিয়ে হাতে যেমন ছিল কাটমানি ফেরতের পোস্টার তেমনি পরিবেশ রক্ষার জন্য হাতে দেখা যায় “গাছ লাগান প্রাণ বাঁচান” -এমন পোস্টারও।
আরও পড়ুনঃ এটিএম বিভ্রাটে নাজেহাল ইসলামপুর
কেশরী একটি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় সম্মেলনের তারপরই কেশিয়াড়ি থানা হয়ে বাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় পরে কেশিয়াড়ি বাজারে একটি ছোট্ট পথসভার মাধ্যমে এদিনের এই কর্মসূচি শেষ হয়।শুধু রাজনীতি নয় রাজনীতির আঙিনা থেকে পরিবেশ বাঁচানোর যে ডাক দিয়েছেন মহিলা কর্মী সমর্থকরা,তাকেই সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584