দিনভর আন্দোলিত মিছিল নগরী

0
461

 

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ বৃহস্পতিবার দিনভর মিছিলে মিছিলে সরগরম হলো মিছিল নগরী।  ভোটের ডিউটি করতে গিয়ে মৃত শিক্ষক রাজকূমার রায়ের হত্যাকান্ড , মৃত্যুর সিবিআই তদন্ত, ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির, মৃত্যুর প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার হওয়া দুজন শিক্ষকের অবিলম্বে মুক্তি ও ভোটকর্মীদের যথেষ্ট নিরাপত্তার ব্যাবস্থা না করে ভোটকেন্দ্রে পাঠানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়েছিলেন রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। পরে সেখান থেকে শুরু হয় এক বিরাট পদযাত্রা যা ধর্মতলায় শেষ হয়। পরিবর্তনের রাজ্যে এর আগে শিক্ষক-শিক্ষিকাদের এতবড় মিছিল দেখেনি রাজ্যবাসী।

বৃহস্পতিবারের আগে নিহত স্কুল শিক্ষকের খুনের ঘটনার সঠিক তদন্তের জন্য জেলায় জেলায় সরব হন শিক্ষকদের বিভিন্ন সংগঠন। বাদ ছিল না রায়গঞ্জ ও। ১৬ই মে রায়গঞ্জের ঘড়িমোড়ে ভোটকর্মী শিক্ষকেরা এর প্রতিবাদে পথ অবরোধ করে। অভিযোগ, সেই দিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে তাদের হাতে নিগৃহীত  হন রায়গঞ্জের মহকুমা শাসক টি.এন.শেরপা। সেই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ১৯শে মে দুই শিক্ষক মনোজ ভৌমিক ও প্রদীপ কুমার সিনহাকে গ্রেপ্তার করে। সবমিলিয়ে শিক্ষক সমাজের ওপর রাজ্য সরকারের এই আঘাত মেনে নিতে না পেরে রাস্তায় নামেন শিক্ষকেরা এমনটাই বলছেন মিছিলে পা মেলানো অনেক অধ্যাপক।

এদিনের মিছিলের সংগে ছিলেন যাদবপুরের অধ্যাপক তরুণ নস্কর থেকে শুরু করে অনেকেই । প্রসঙ্গত, ১৪ইমে রায়গঞ্জের ইটাহারে সোনারপুরের এফপি স্কুলে প্রিসাইডীং অফিসারের দায়িত্ব নিয়ে পঞ্চায়েত ভোটের ডিউটিতে যান শিক্ষক রাজকুমার রায়।কিন্তু ভোট শেষ হয়ে গেলেও সেদিন করণদিঘির রহটপুর হাইমাদ্রাসার এই ইংরেজির শিক্ষকের খোঁজ পাওয়া যায় নি। পরের দিন সন্ধ্যায় রায়গঞ্জের রেললাইনের ধারে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।বর্তমানে সি.আই.ডি এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মৃতের স্ত্রীকে চাকরি ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।

বক্তব্য রাখছেন পবিত্র সরকার

এদিন একই দাবিতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রতিবাদে মুখরিত হতে দেখা যায় পবিত্র সরকার ও অন্যান্যদের নেতৃত্বে ওয়েবকুটাকেও।

শহরের অন্যপ্রান্তে ঐ দিনই  ভারতের গণতান্ত্রীক যুব ফেডারেশনের ও ছাত্র ফেডারেশনের উদ্যোগে আয়োজিত স্কুল শিক্ষা দপ্তর থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলে রাজ্যের বিভিন্ন স্কুলে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে  পা মেলালেন এস.এস.সি পরিক্ষার্থীরা।

ডি. ওয়াই.এফের মিছিল। ছবি-সংগৃহিত

বিকাশ ভবনে ঢুকবার মুখেই তাদের পুলিশ আটকায় বলে অভিযোগ। পরে পুলিশ ও আন্দোলনকারিদের বাদানুবাদের পর ভারতের গণতান্ত্রীক যুব ফেডারেশনের (DYFI)কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রজিত ঘোষ ও ছাত্র ফেডারেশনের(SFI) নেতা রাণা রায় ও নবনিতা চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর অনুপস্থিতে শিক্ষা সচিবকে আটদফা দাবিপত্র জমা দেন।

স্মারকলিপি জমা দেওয়ার পর

 

(ছবি-সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here