শ্যামল রায়,কাটোয়াঃ
মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মালের সমর্থনে মঙ্গলকোট ব্লকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক-শিক্ষিকারা বিশাল মিছিল করল।মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মুন্সি রেজাউল হক,মেহবুব চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির মঙ্গলকোট ব্লকের তিন চক্রের সভাপতি প্রদীপ চক্রবর্তী,বিদ্যুৎ ঘোষ, তাজিম উদ্দিন শেখ,শিক্ষক সমিতির জেলা সভাপতি তপন পোড়েল,জেলা সাধারণ সম্পাদক আবু বক্কর সহ অনেকে।এদিন মঙ্গলকোটের তিনটি চক্রের ৮০% শিক্ষক-শিক্ষিকারা এই মিছিলে যোগদান করেছিলেন বলে জানিয়েছেন তৃণমূলের যুব নেতা মুন্সি রেজাউল হক।
তিনি আরো জানিয়েছেন যে এদিন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বিশাল মিছিল বের হয়ে লোচন দাস সেতু হয়ে ফের পার্টি অফিসে শেষ হয়।লোকসভা নির্বাচনে শিক্ষক-শিক্ষিকারাও ভোট প্রচারে সামিল হলেন।
সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই ভোট প্রচার কে সামনে রেখে তৃণমূলের প্রার্থী অসিত মাল কে ব্যাপক ভোটে জয়ের লক্ষ্য নিয়ে এই প্রচার অভিযান এবং মিছিল বলে জানিয়েছেন শিক্ষক সমিতির জেলা সভাপতি তপন পোড়েল।তিনি আরো জানিয়েছেন যে, “এই সরকার আমাদের মত গরিব শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে।মাস মাইনে বেতনের সুনিশ্চিত ব্যবস্থা হয়েছে এবং সরকারের একাধিক প্রকল্প কন্যাশ্রী রুপশ্রী সবুজ সাথী সহ নানা সরকারি প্রকল্প ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।তাই আমরা সরকারি প্রকল্পের সাফল্যের কথা ভোটের প্রচারে নেমে প্রার্থীকে ব্যাপক লিড দিতেই আমাদের প্রচার।”
তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী জানান যে, “মঙ্গলকোটে আজ শান্তি ফিরে এসেছে ব্যাপক উন্নয়নমুখী কাজ হয়েছে বামেদের মত এবং বিরোধীদের মতো ভাওতা প্রতিশ্রুতি আমরা দেই না আমরা উন্নয়নের কথা বলেই মানুষের কাছে ভোটের প্রচার করি।ভোটারদের কাছে বিগত দিনের সরকারদের নানান ধরনের বঞ্চনার কথা তুলে ধরেছি এবারের নির্বাচনে এছাড়াও কেন্দ্রের জনবিরোধী নীতি কথা আমরা ভোট প্রচারে এনেছি।আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৎপরতায় গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়নমুখী কাজ হয়েছে এবং বর্তমানেও চলছে তাই উন্নয়নকে হাতিয়ার করেই আমরা ভোটে জিতবো।” অপূর্ব চৌধুরী জানান তাঁদের জয় নিয়ে কোনো রকম দ্বিমত নেই।
আরও পড়ুনঃ হুড খোলা গাড়িতে ভোট প্রচারে অর্পিতা
এদিন মঙ্গলকোট ব্লকের সর্বাধিক শিক্ষক-শিক্ষিকারা ভোট প্রচারে সামিল হন এবং মিছিলে অংশ নিয়ে সরকারি প্রকল্পের কথা এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে মিছিলে আওয়াজ ওঠে এবং উন্নয়নের কথা মানুষের কাছে বলবেন শিক্ষক-শিক্ষিকারা এমনটাই জানান এ দিনকার মিছিলে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা।ভোট প্রচারের প্রধান ইস্যু সরকারের উন্নয়নমুখী কাজ অন্যদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতি প্রচার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584