সুদীপ পাল, বর্ধমানঃ
এই বছর লক্ষ্মী পুজো করতে গিয়ে গৃহস্থের পকেটে টান ধরেছে। কাঁচামালের দাম বাড়ায় প্রতিমার দাম বেড়েছে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আনাজ এবং ফলের দাম। ফুলকপি একলাফে ২০ টাকা থেকে ৩০ টাকা বেড়েছে। ঝিঙে ৩০ টাকা কেজি, শসা ৩০ টাকা।
লক্ষ্মী পূজার জন্য যে দাম বেড়েছে তা নয়। অনেকেই বলছেন, লাগাতার বৃষ্টিতে আনাজের যোগান সেভাবে না হওয়াতেই বাজারে দাম এখন ঊর্ধ্বমুখী। পুজোয় ফুল দরকার।
সেখানেও চড়া দাম। গাঁদা ফুলের চেন বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। রজনীগন্ধা ১০০ টাকার উপরে। অন্য সময় ৫০ থেকে ৬০ টাকার মধ্যেই থাকে। আপেল ১০০ টাকা, কলা ডজন ৪০ টাকা, খেজুর ১০০ টাকা, পানিফল ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
দামের ঊর্ধ্বমুখী জন্য কি বিক্রি কম? উত্তরে ব্যবসায়ীরা বলছেন, অন্য বছরের তুলনায় কিছুটা বিক্রি কম হয়েছে। তবে আজ শনিবার বিক্রি বাড়বে বলেই তাঁদের আশা।
মিষ্টির দোকানে দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ছানার মিষ্টি তৈরির অন্যান্য উপকরণের দাম বাড়ায় বাধ্য হয়ে মিষ্টির দাম বাড়াতে হয়েছে।
লক্ষ্মী পূজার অন্যতম উপকরণ সরা। দাম প্রায় ৫০ টাকা। প্রতিমার দাম দেখে অনেকে প্রতিমা না কিনে পট কিনছেন পুজোর জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584