নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ
৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিঞ্জন কলা কেন্দ্রের ছাত্রীরা একটি ঘরোয়া নৃত্যানুষ্ঠান পরিবেশন করে আজ। এবছর শিঞ্জন কলা কেন্দ্র ৩১ তম বছরে পদার্পণ করল। শিঞ্জন কলাকেন্দ্রটি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে অবস্থিত। এই কলাকেন্দ্রের ছাত্রীরা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়া জেলায় বিভিন্ন নৃত্যানুষ্ঠান করে থাকে।
এখানে ছোট ও বড় সকল ছাত্র ছাত্রীরা নৃত্য শিক্ষা অর্জন করে থাকে। এখানকার প্রধান শিক্ষিকা শ্রীমতি সোমা চন্দের শিক্ষায় তারা বিভিন্ন নৃত্যানুষ্ঠান ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে ও সেখান থেকে বিভিন্ন রকমের পুরস্কার অর্জন করেন। ২০১৬ সালে স্বর্ণপদকও অর্জন করে তারা।
আরও পড়ুনঃ বাড়ছে সংক্রমণ, জীবাণুমুক্ত হল থানা-গ্রাম পঞ্চায়েত অফিস
মানুষের বেঁচে থাকার জন্য যেমন আহার বস্ত্র বাসস্থানের দরকার, তেমনি প্রয়োজন পরিবেশের ভারসাম্য রক্ষা করা। তাদের মতে প্রতিটি মানুষের উচিত তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584