পার্থ খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ
ডেবরা ব্লকের ৬ নং জলি মান্দা অঞ্চলে ডি ওয়াই এফ আয়ের সহযোগিতায় তফশিলি উপজাতি সম্প্রদায়ের উদ্যেগে রক্তদান শিবিরের অনুষ্ঠিত হল পাঁকুই প্রাথমিক বিদ্যালয়ে।এই রক্তদান শিবিরে মোট ষাটজন রক্তদাতা রক্তদান করেন।এই শিবিরের আয়োজক মুণ্ডা সম্প্রদায়ের রবীন্দ্রনাথ সিং বলেন,শুধু রক্তদান কর্মসূচি নয় অন্যান্য সামাজিক কাজও আমরা আগামী দিনে করবো।এর মধ্যে তফশিলি উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত পড়াশুনার সাহায্য করা ছাড়াও সামাজিক বিভিন্ন কাজ করার অঙ্গীকার করেন তিনি।একই সাথে তিনি বেকার সমস্যা নিয়ে
কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সৌগত পণ্ডা ছাড়াও তাপস মাইতি,সুভাষ দে,রবীন্দ্রনাথ সিং সহ অন্যান্য নেতৃতবৃন্দ।
আরও পড়ুন: খড়গপুর আই আই টিতে এক শ্রমিকের মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584