মহিলার বাক্সবন্দী উদ্ধার হওয়া মৃতদেহে মিলল খুন ধর্ষণের প্রমান

0
112

সুদীপ পাল, বর্ধমানঃ

গত কয়েকদিন আগে বর্ধমান স্টেশন থেকে একটি বাক্সবন্দী দেহ উদ্ধার করেছিল পুলিশ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর জানা গেল মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
জানা যায়, ডাউন সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের লাগেজ ভ্যান থেকে দেহটি উদ্ধার হয়।

মহিলার বাক্সবন্দী দেহ। নিজস্ব চিত্র

বাক্সের কোন দাবিদার না থাকায় এবং তা তালাবন্ধ থাকায় সন্দেহ হয় জিআরপি-র। কিন্তু তালা ভাঙতেই চমকে ওঠেন সবাই। দেখেন বাক্সের ভিতরে রয়েছে এক আদিবাসী মহিলার দেহ। পা দুটিকে দুমড়ে ভাজ করে বাক্সের ভিতর ঢোকানো হয়েছে পুরো দেহ। পরনে কাপড় ছিল না বললেই চলে। এর পরেই পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে মহিলার ছবি পাঠানো হয় । এখনও অব্দি মহিলার পরিবারের সাথে পুলিশের কোনরকম যোগাযোগ হয়ে ওঠেনি । তবে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে দেহটি মর্গের সংরক্ষিত জায়গায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here