নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারীদের মিলবে ইন্টার্ন হিসেবে শিক্ষকতার সুযোগ।
রাজ্যের শিক্ষকের অভাব পূরণ করতে এই নতুন ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার রাজ্যের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে নবান্নে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের শিক্ষকের অভাবের সমস্যা সমাধানে এই ইন্টার্নশিপ শুরু করার কথা ভাবা হচ্ছে। তাঁর ভাবনার কথা ব্যাখা করতে গিয়ে তিনি বলেন যে রাজ্যের কলেজ পাশ করা ছাত্রছাত্রীদের দুবছরের জন্য বিদ্যালয়ে ইন্টার্ন হিসাবে কাজে লাগানো যেতে পারে। কাজের পর তাদের একটি সার্টিফিকেটও দেওয়া হবে যেটা ভবিষ্যতে শিক্ষকতায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাদের অগ্ৰাধিকার পেতে সাহায্য করবে। অনার্স পাশরা মাধ্যমিক ও স্নাতকোত্তররা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সুযোগ পাবে। তাদের যথাক্রমে দুই এবং আড়াই হাজার টাকা করে ভাতা প্রদানের কথাও ভাবা হয়েছে।
ভাবনার স্তরে থাকা এই প্রস্তাবকে শিক্ষামহলের একাংশ লোকসভা নির্বাচনের আগে সস্তার রাজনীতি হিসেবে দেখছেন। রাজ্যের বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে বিশাল অঙ্কের শূনপদ ও রাজ্যে বেকার যুবক যুবতীদের পাহাড় থাকা সত্ত্বেও নতুনদের এভাবে সুযোগ করে দেওয়ার প্রস্তাবে নিয়ে উঠছে প্রশ্ন।
(ফিচার ছবি সৌজন্যে-দ্যা ওয়াল)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584