শিলিগুড়ির খড়িবাড়ির যুবককে মোমো গেমের প্রস্তাব

0
130

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

ব্লু হোয়েলের রেষ কেটে উঠতে না উঠতেই এবার মোমো আতঙ্ক ছড়াচ্ছে। ঠিক তেমনই মোমো গেমের প্রস্তাব দেওয়া হল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত খড়িবাড়ি ব্লকের শিলিগুড়ি কলেজের বিএসির প্রথম বর্ষের ছাত্র হীরক বর্মন।

হীরক বর্মন।ফাইল চিত্র

তবে আগে থেকে সচেতন থাকায় এই মরণ ফাঁদে পা দেয়নি।জানা গিয়েছে যে শুক্রবার রাতে হীরক বর্মন যখন তার ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইন্সটোল করতে যায় ঠিক তার আগে তার হোয়াটসঅ্যাপে মোমো গেম খেলার প্রস্তাব আসে।তবে বেশ কয়েকদিন ধরে মোমো গেম নিয়ে তোলপাড় সব জায়গায়।তাই আগে থেকেই সচেতন ছিল সে।এরপর যখন হোয়াটসঅ্যাপে প্রস্তাব আসে সঙ্গে সঙ্গে পালটা প্রশ্ন করতে থাকে হীরক।অপরদিকে মোমোর তরফে জানানো হয় সে ইউ কে তে থাকে এবং হীরকের সঙ্গে গেম খলতে চায়। এরপর তড়িঘড়ি হীরক তার পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানায়।

মোমো গেমের প্রস্তাবের স্ক্রিনশট। নিজস্ব চিত্র

এরপর হীরকের কাছ থেকে কোনও সাড়া না মেলায় মোমোর তরফে আর কোন হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়নি। অন্যদিকে হীরকের পরিবারের পক্ষ থেকে এই রকম ঘটনার কথা মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন খড়িবাড়ি থানায়। যদিও এই রকম ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here