নামবদলের প্রস্তাবে হতবাক বর্ধমান

0
95

সুদীপ পাল,বর্ধমানঃ

এখনো পর্যন্ত কোন সরকারি সিদ্ধান্ত হয়নি তবে নামবদলের প্রস্তাব ওঠাতে গোটা বর্ধমান শহর এবং জেলা জুড়ে আপত্তি উঠেছে। বর্ধমান স্টেশনের নাম বদলে বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে করার প্রস্তাব রেলমন্ত্রীর কাছে আগেই পাঠিয়ে ছিলেন তাঁর মেয়ে বর্তমানে পাটনার বাসিন্দা ভারতী দত্ত বাগচী।

barddhaman jn | newsfront.co
ফাইল চিত্র

গত ২০ জুলাই বিহারের পাটনায় বিপ্লবী বটুকেশ্বর দত্তর মৃত্যুদিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। বিপ্লবী কন্যা ভারতী দত্ত বাগচীর বাড়িতে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। ওই অনুষ্ঠানেই কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবী বটুকেশ্বর দত্ত জংশন নাম করা হবে।

বটুকেশ্বর দত্তর বাড়ি বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ওঁয়াড়ি গ্রামে। বিপ্লবী বটুকেশ্বর দত্ত স্মৃতিরক্ষা ও সংরক্ষণ কমিটির তরফে বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবীর নামে করার দাবি ওঠে৷ তার প্রেক্ষিতেই শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ওই ঘোষণা করেন বলে জানা যায়।

তবে রাজ্যের শাসক বা বিরোধী দলের নেতারা কেউই এই বিষয়ে সদর্থক মন্তব্য করেননি।

রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, সরকারিভাবে এখনো তিনি জানেন না বর্ধমান স্টেশনের নাম পাল্টে বিপ্লবীর নামে করা হবে। একই সুর বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আহ্লুয়ালিয়া কন্ঠে। স্টেশনের নাম পরিবর্তন নিয়ে কোন স্তরেই আলোচনা হয়নি বলে তিনি জানান।

ইতিহাসের দিকে দৃষ্টি ফেরালে দেখা যায়, জৈন ধর্মগুরু মহাবীর এই রাঢ়দেশ প্ররিভ্রমণে আসায় তাঁর নামে নামকরণ হয়েছিল বর্তমান জনপদের।

অন্যদিকে বর্ধমান স্টেশনের নামকরণ করেছিলেন বর্ধমানের মহারাজাধিরাজ বিজয়চাঁদ। তাঁর জায়গাতেই বর্তমানে গড়ে উঠেছে রেলস্টেশন। বর্ধমান নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস।
বর্ধমানের বাসিন্দারা প্রশ্ন করছেন, বটুকেশ্বর দত্ত-এর মত অনেক স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক বর্ধমানে জন্মেছেন। তাঁদের পরিবারের তরফেও যদি বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার রাখার দাবি তোলা হয় তাহলে সেক্ষেত্রে কি করা হবে? জেলার বাসিন্দারা বলছেন বটুকেশ্বর দত্তের জন্মস্থান খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামে। ওই এলাকা দিয়ে বর্ধমান-বাঁকুড়া রেলপথ গিয়েছে। এই রেলপথে কোন স্টেশনের নাম বদলে যদি বিপ্লবীর নামে রাখা হয় তা অনেকটা যুক্তিযুক্ত হবে।

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে পড়ল বস্তার স্তুপ,ফের ব্যর্থ বালিচক উড়ালপুল লোড টেস্ট

অনেকে বলছেন রেলস্টেশনের নাম পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। তার পরিবর্তে নতুন যে সেতুটি তৈরি হচ্ছে বর্ধমান শহরে। তার নাম বিপ্লবী নামে রাখা হোক।

যদিও সরকারি তরফে কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি তবে নামবদলের প্রস্তাবে শহর জুড়ে যে আপত্তি তা স্পষ্ট হয়ে উঠেছে বারেবারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here