ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
জেলায় জেলায় দলের ছাত্র সংগঠনের সভাপতি পদে অ-ছাত্রদের রাখা যাবেনা,এমনটাই নির্দেশ ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের। সেই নির্দেশ উপেক্ষা করে পাঁচ জনের তালিকায় চার জন অ-ছাত্রের নাম পাঠানোর অভিযোগ উঠল।কয়েক মাস আগে অ-ছাত্র হওয়ার কারনে দলনেত্রীর নির্দেশেই বরখাস্ত হওয়া নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অয়ন দত্তের বিরুদ্ধে।দলের একাংশের অভিযোগ পাঁচ জনের ঐ তালিকার চার জনের মধ্যে তিন জন পেশায় ঠিকাদার।একজন আবার ফৌজদারি মামলায় অভিযুক্ত।এই চার জনের কেউ কেউ প্রাক্তন ছাত্রনেতা কেউ আবার দলেরই তাবড় নেতার ঘনিষ্ঠ।অয়ন দত্তের পাঠানো তালিকা ভুক্ত পাঁচ হলেন সৌরিক মুখোপাধ্যায়(৩৮),সুদীপ ভৌমিক(৩৯),রানা সরকার(৩৩) প্রসেনজিৎ মন্ডল(৩৮) এবং জিশান আহমেদ(২২)।দলনেত্রীর নির্দেশ অমান্য করার মতো এহেন ঘটনায় দলের অন্দরে তীব্র বিতর্কের মুখে অয়ন দত্ত সহ নদীয়া জেলা তৃণমূল । বিরোধীরা অবশ্য কটাক্ষের সুরে বলছেন দিদির রাজ্যে ছাত্র অ-ছাত্র সবই সমান। রাজনৈতিক মহলের বিভিন্ন শিবিরে এ ঘটনা নিয়ে জল্পনা তুঙ্গে।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনার কবলে মহকুমা পুলিশ আধিকারিক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584