নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
সুলতানার ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ‘সেভ ডেমোক্রেসি’ গড়িয়ায় একটি প্রতিবাদ সভার আয়োজন করে। উক্ত সভায় বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সারা পশ্চিমবঙ্গে যে হারে মহিলাদের উপর নির্যাতন বৃদ্ধি পাচ্ছে তাতে ভয় ভীতি কাটিয়ে প্রতিবাদ আন্দোলনে আমাদের সকলকে সামিল হতে হবে। অর্ধেন্দু সেন তাঁর বক্তব্যে প্রশ্ন তোলেন উন্নয়নের নীল সাদা আলোর তলায় এই যে নির্যাতিতা মেয়েদের এবং তাদের পরিবারের ন্যায়বিচার পাওয়ার দাবী চাপা পড়ে যাবে নাতো? চঞ্চল চক্রবর্তী বলেন, মহিলাদের উপর নির্যাতনের বিরুদ্ধে সেভ ডেমোক্রেসি যুদ্ধ ঘোষণা করেছে এবং এই যুদ্ধ জারি থাকবে। এছাড়াও বক্তব্য রাখেন বর্ণালি মুখার্জি।
কবিতা পাঠ করেন মন্দাক্রান্তা সেন ও সঙ্গীত পরিবেশন করেন অসীম গিরি।
‘নিউজফ্রন্ট’কে এক বিবৃতিতে কবি ও সমাজসেবি মন্দ্রকান্তা সেন জানান, সুলতানা’র উপর বর্বরতার প্রতিবাদে আজ আমরা গড়িয়ার মোড়ে সমবেত হয়েছিলাম। সুলতানা, যাকে ধর্ষণ করে নিহত করা হয়। ধর্ষণের প্রমান লোপাটের উদ্দেশ্যে তার নিম্মাঙ্গের উপর দিয়ে ভারী চাকা চালিয়ে দিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়। ঘটনাটির প্রতি পুলিশি নিষ্ক্রিয়তা বিশেষ ভাবে লক্ষ্যণীয়।
ইতিপূর্বেই আমরা ডেপুটেশন দিতে গেলে, পুলিশ জানায় এটা নিছক পথদূর্ঘটনা। অথচ আমরা নিশ্চিত এটা ধর্ষণ। কারণ মেয়েটির দেহ সম্পূর্ণ নগ্ন ছিল। এই ঘটনায় ধর্ষণ সম্পর্কে নিঃসন্দেহতার সাক্ষ্য দিচ্ছে। সামগ্রিকভাবেই রাজ্যজুড়ে নারীর সম্ভ্রম ভুলুন্ঠিত, তার প্রতিবাদে আমরা মিলিত হয়েছিলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584