উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা:
সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার প্রতিবাদে শনিবার মালদা শহরে মৌন মিছিল হয়।শহরের অধ্যাপক,শিক্ষক, সরকারি কর্মচারী,ছাত্র-যুব,লেখক,সাংবাদিক সহ সর্বস্তরের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এই মিছিলে অংশ নেন।বিকেল পাঁচটায় শহরের নেতাজি মোড় থেকে শুরু হয়ে গৌড় রোড হয়ে মুসলিম ইন্সটিটিউট এর কাছে মিছিল শেষ হয়।প্রসঙ্গত উল্লেখ্য গত ৪ঠা সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুতে গৌরী লঙ্কেশকে গুলি করে হত্যা করা হয়।স্পষ্টবাদী লঙ্কেশ ছিলেন যুক্তি বাদী আন্দোলনের পথিকৃৎ।তিনি আজীবন ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করেছেন।উগ্র হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির তিনি ঘোর বিরোধী।
পূর্বে মানবতাবাদী লেখক এম.কালবুরগি,গোবিন্দ পানমারে ও নরেন্দ্র দাভোলকার কে একই কায়দায় হত্যা করা হয়।এই মৌন মিছিলের প্রধান দাবিই ছিল গৌরী লঙ্কেশের হত্যাকারী দের গ্রেপ্তার ও কঠোর শাস্তি।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলনের সংগঠক অধ্যাপক সত্য চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মালদা জেলা কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক গজেন কুমার বাড়ই সহ বহু গণতন্ত্র প্রেমী মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584