নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ফের বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার মহম্মদপুর এলাকায়। বিজেপি কর্মীদের দোকানে হামলার পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত ২ সক্রিয় বিজেপি কর্মী। অভিযোগ, আচমকা বিজেপি কর্মীদের দোকান লক্ষ্য করে হামলা, ভাঙচুর চালানো হয়, পরবর্তীতে কর্মীদের মারধর করা হয়।
আহত হন সক্রিয় ২ বিজেপি কর্মী। আহতদের প্রথমে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে একজনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারই প্রতিবাদে পথে নামল বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামের টেঙ্গুয়াতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, দিনের পর দিন কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। আরও অভিযোগ, গতকাল রাতে নন্দীগ্রামের মহম্মদপুরে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূলের একদল দুষ্কৃতী। তার আগেও প্রায় প্রত্যেক দিন হামলার ঘটনা ঘটে চলেছে।
আরও পড়ুনঃ ভগবানগোলা ব্লক অফিসে বিক্ষোভ গোষ্ঠীর মহিলাদের
কোনো ঘটনাতেই পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বা মূল অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি। তাই আজ বিজেপি কর্মী সমর্থকরা টেঙ্গুয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভে শামিল হয় বিজেপি নেতৃত্বও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার পুলিশ। অন্যদিকে এ ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584