ইলিশ-চিংড়ির লড়াইয়ের ময়দানেও উঠল প্রতিবাদের সুর

0
56

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সারা দেশসহ গোটা বাংলা জুড়ে এখন চলছে সিএএ, এনআরসি, এনপিআর, বন্ধের দাবিতে প্রতিবাদ,বিক্ষোভ। পথে নেমেছেন সাধারণ মানুষ, ছাত্রসমাজ, বিশিষ্টজনেরাও। এইসব কিছুর মধ্যেই আজ ছিল এই মরসুমের প্রথম ডার্বি। যাকে ঘিরে বাঙালির দুভাগে বিভক্ত হয়ে যাওয়া। সেই দুই চিরপ্রতিদ্ধন্ধী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান আজ মুখোমুখি হয়েছিল যুবভারতীতে। দর্শকঠাসা এই মরসুমের প্রথম ডার্বি ২-১ ব্যবধানে জয় লাভ করে সবুজ-মেরুন।

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী পোস্টার। নিজস্ব চিত্র

হাড্ডাহাড্ডি এই ম্যাচের মধ্যেই দেখা গেল কিছু ভিন্ন ছবি। দুই পক্ষের তরফ থেকেই দেখা গেল বিশেষ কিছু ব্যানার, পোষ্টার।যেইগুলোতে লেখা ছিল এই সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরূদ্ধে।

প্রতিবাদ সর্বত্র। নিজস্ব চিত্র

অর্থাৎ বাঙালির চির আবেগের এই খেলার ময়দানেও কিছু মানুষ সরব হয়েছেন প্রতিবাদে। সেরকমই কিছু ছবি ধরা পড়েছে ক্যামেরায়। তবুও সবশেষে এ কথা বলতেই হয় আজকের ইলিশ চিংড়ির লড়াইয়ে কিছুটা হলেও স্বাদহীন রয়ে গেল ইলিশের স্বাদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here