নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
চাকরির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ প্রাপকদের।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা।জানা গেছে শনিবার গভীর রাতে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রাপকেরা।
স্থানীয় সূত্রের খবর,এগরা-১ ব্লকের বরিদা অঞ্চলের (বর্তমান এগরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ড) বাসিন্দা তথা তৃণমূল নেতা আশীষ সাউ দীর্ঘদিন ধরে চাকরি করে দেওয়ার নামে কয়েক কোটি টাকা বেকারদের কাছ থেকে নিয়েছে বলে অভিযোগ।
কিন্তু কারুর চাকরি হয়নি।তারপর অভিযুক্ত আশীষ সাউ প্রায় বছর দু’য়েক ধরে গা ঢাকা দেয়।প্রাপকদের দাবি,ফোনে যোগাযোগ করা হলেও অভিযুক্তের ফোন বন্ধ।আবার অভিযুক্ত এসএমএসেও কোন উত্তর দেয়নি।তবে শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তি এগরা পুরসভার ৫ নম্বর ওয়ার্ড (মিললী বাজার) মোটরবাইকে করে তাঁর বাড়িতে আসে।
আরও পড়ুনঃ টোটোর বৈধতা দাবিতে অবস্থান বিক্ষোভ
এরপর স্থানীয়রা তাঁকে দেখে। তারপর চাকরির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতা তথা অভিযুক্ত আশীষ সাউ’র বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
কিছুক্ষণ পরে তাঁর (অভিযুক্ত) এর মা বাড়ির বাইরে এসে প্রাপকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ।সংবাদমাধ্যমের প্রতিনিধি ঘটনার ছবি তুলতে গেলে তাঁকে পরিবারের লোকেরা মারধর করে বলে অভিযোগ।
কিন্তু কিছুক্ষণ পরে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত আশীষের বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু পুলিশের দাবি, অভিযুক্তকে খুঁজে পাওয়া যায় নি। তবে অভিযুক্তের বাইক আটক করেছে পুলিশ।পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584