নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
নিউ আলিপুরদুয়ার থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন কোচবিহারে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এদিন নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে বিক্ষোভ দেখালো আলিপুরদুয়ারের একাধিক সংগঠন।
যদিও রেলের তরফে জানানো হয়েছে রেল এমন কোনো সিদ্ধান্ত গ্ৰহণ করেনি । কিসের ভিত্তিতে আলিপুরদুয়ার বাসীর এই আন্দোলন তা নিয়ে ধন্ধে রয়েছে রেল দফতর । সোমবার আলিপুরদুয়ারের বেশ কয়েকটি সংগঠন নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ আন্দোলন শুরু করে ।
বিক্ষোভকারীরা তিস্তা তোর্সা ট্রেনটিকে কোচবিহার থেকে চালানোর সিদ্ধান্তের বিরোধিতা করে। এই বিষয়ে আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রসনজিৎ দে বলেন, “এই তিস্তা তোর্সা এক্সপ্রেস আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী ট্রেন। এই ট্রেন সরিয়ে নিয়ে গেলে জেলার অগণিত মানুষ বঞ্চিত হবে ।”
আরও পড়ুনঃ পাঁশকুড়ায় কোভিড হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ
যদিও এই বিষয়ে নিউ আলিপুরদুয়ার স্টেশন মাস্টার জানান আমাদের কাছে এমন কোনো খবর নেই যে তিস্তা তোর্সা এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে কোচবিহার নিয়ে যাওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584