ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
ঘটনার সূত্রপাত গত শনিবার। সেদিন তিন বাইক আরোহি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ।যৌন হেনস্থার শিকার ওই ছাত্রীর দাবি, তিনি যখন বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে উল্টে তাঁকেই দোষী সাব্যস্ত করা হয়।
তাই উপাচার্যর বাসভবনের সামনে শুরু হয় বিক্ষোভ । কিন্তু গতকাল রাত এগারোটা নাগাদ উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভকারী ছাত্রীদের ওপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের মেন গেটে অবস্থানরত ছাত্রীদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। বাধা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রীরা। তাঁদের সঙ্গে পুলিশের বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
পুলিশ বলপ্রয়োগ করে এবং বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেলও ফাটায় পুলিশ। এমনকী শূন্যে গুলিও চালানো হয় বলে অভিযোগ। এরপর
পোড়ানো হয় মোটরবাইক। ঐতিহাসিক সংহদ্বারের সামনের পুলিশ বুথে ভাঙচুর চালানো হয়।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২ রা অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করে দেয় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584