নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গত ১৪ই নভেম্বর গোয়ালতোড় থানার মাখলি গ্রাম থেকে মাওবাদী সন্দেহে গ্রেপ্তার করা হয় সব্যসাচী গোস্বামী , অর্কদীপ গোস্বামী টিপু সুলতান ও সঞ্জীব মজুমদারকে ।১৪ দিনের পুলিশি হেফাজতের শেষে শুক্রবার তাকে গড়বেতা আদালতে তোলার সময় আদালত চত্বরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাল বন্দিমুক্তি কমিটি ও গ্রেপ্তার হওয়া চার জনের পরিবারের সদস্যরা।
বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে মুক্তি দিতে হবে সব্যসাচী গোস্বামী অর্কদ্বীপ গোস্বামী সহ চারজনকে।মুক্তি দিতে হবে অন্যান্য রাজবন্দীদেরও । মাওবাদী সন্দেহে চারজন গ্রেফতার হওয়ার পরেই মানবাধিকার সংগঠন এপিডিআর সহ একাধিক সংগঠন পাশে এসে দাঁড়িয়েছে এই চারজনের।
আদালত চত্বরে বিক্ষোভঃ
মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের আদালত চত্বরেই এমন দাবি তুলেছেন গ্রেফতার হওয়া চারজনও। শুক্রবার আদালত চত্বরে বন্দিমুক্তি কমিটির বিক্ষোভ আলাদা তাৎপর্য যুক্ত করলো বললেই মত রাজনৈতিক মহলের ।
আরও পড়ুনঃ ক্ষতিপূরণের আশায় দোরে দোরে ফিরছে ট্রাক টার্মিনাসের জমিদাতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584