নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি-র তরফে গত ২৫ বৈশাখ, ১৪২৯ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করা হয় তাঁর ‘নিরলস সাহিত্য সাধনা’-র জন্য। উল্লেখ্য, বাংলা আকাদেমি সিদ্ধান্ত নিয়েছে যে, সমাজের অন্যান্য ক্ষেত্রের মানুষ যারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থেকেও বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন তাঁদের বিশেষভাবে সম্মাননা জানানো হবে আকাদেমির পক্ষ থেকে।
তবে এবার সরাসরি আকাদেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলেন বহু বিশিষ্ট বুদ্ধিজীবী। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে গিয়েছে সেই প্রতিবাদ পত্র, উল্লেখ্য, শুধু শিল্পী সাহিত্যিকরাই নন বহু সাধারণ মানুষ এই প্রতিবাদ পত্রে সহমত প্রকাশ করে নিজেদের নামসহ চিঠিটি কপি করছেন নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। প্রতিবাদ পত্রে দাবি করা হয়েছে , কোন্ প্রক্রিয়ার মাধ্যমে, কাদের মতামতের ভিত্তিতে আকাদেমি এই পুরস্কারদানের সিদ্ধান্তে এলেন তা নিয়ে প্রকাশ্য বিবৃতি দিক আকাদেমি কর্তৃপক্ষ। প্রতিবাদ পত্রে সই করেছেন পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, রজত বন্দ্যোপাধ্যায়ের মত বহু বিদগ্ধ বিশিষ্ট মানুষ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ, অভিযোগ তৃণমূল ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে
আকাদেমি কর্তৃপক্ষএই পুরষ্কারের প্রথম প্রাপক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। মুখ্যমন্ত্রীর ‘নিরলস সাহিত্য সাধনা’ ও তাঁর ‘কবিতাবিতান’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রজন্মোৎসব পালনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে এই বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। যদিও মুখ্যমন্ত্রী এই বিশেষ সম্মাননা স্বীকার করলেও স্বহস্তে পুরস্কার গ্রহণ করেননি মঞ্চে দাঁড়িয়ে। তবে সেদিনের পর থেকেই বাংলা আকাদেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। সোশ্যাল মিডিয়া জুড়ে আকাদেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের মত প্রকাশ করেছেন । আবার অনেকেই আকাদেমির এই সিদ্ধান্তে খুশি তবে দেখা গিয়েছে তাদের একটা বড় অংশই তৃণমূল কর্মী সমর্থক। তৃণমূল পন্থী বেশ কিছু বিশিষ্ট জনকেও আকাদেমির সিদ্ধান্তের বিভিন্ন রকম সাফাই দিতে দেখা গিয়েছে সংবাদমাধ্যমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584