অন্য ব্লক থেকে এনে পরিষেবা দেওয়ায় বিক্ষোভ স্থানীয় মাতৃযান চালকদের

0
66

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ অন্য ব্লক থেকে মাতৃযান এনে গর্ভবতী মা এবং শিশুদের যাতায়াতের জন্য এমন অভিযোগ এনে সরগরম কুশমন্ডি ব্লক হাসপাতালে মাতৃযান ভাড়া হিসাবে দেওয়া পরিবহন ব্যবসায়ীরা। রুজি রোজগার হারানোর আশঙ্কায় কুশমন্ডি ব্লক হাসপাতালের মাতৃযান পরিবহন ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কুশমন্ডি ব্লক হাসপাতালে মাতৃযান হিসাবে ভাড়া দেওয়া তাদের ৮টি গাড়ি গর্ভবতী মা এবং শিশুদের যাতায়াতের জন্য পরিষেবা দিয়ে আসছে রৌদ্র-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে। তাদের বক্তব্য মাতৃযান-এর এই পরিষেবা প্রদানে কুশমন্ডি জেলাতে প্রথম শিরোপা অর্জন করে। কুশমন্ডি ব্লক হাসপাতালের মাতৃযান-এর মালিকরা এদিন অন্য ব্লক থেকে আগত একটি মাতৃযানকে আটকে বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য নিয়ম করে তাদের মাতৃযান গুলি চালানোর ব্যবস্থা করলে তাদের কোন সমস্যা নেই, কিন্তু কেউ শয়তানি করে অন্য ব্লক থেকে মাতৃযান নিয়ে আসছে, এতেই তারা রুজি রোজগার হারানোর আশঙ্কায় রয়েছেন। যদিওবা ঘটনার অভিযোগ শুনেই কুশমন্ডি ব্লক হাসপাতালের বি.এম.ও.এইচ অমিত দাস এবং পুলিশ বাইরের ব্লকের গাড়ী আর আসবে না এমন আশ্বাস দিলে কুশমন্ডি ব্লক হাসপাতালের মাতৃযান পরিবহন ব্যবসায়ীরা অন্য ব্লক থেকে আসা আটক করা মাতৃযানটিকে ছেড়ে দেন।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here