শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দীর্ঘদিনের প্রেমের পর একে অপরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।ছেলেটির নাম সোহেল রানা,সে মেয়েটিকে প্রতিশ্রুতি দেয় যে কিছু দিনের পর তাকে বাড়িতে নিয়ে যাবে।কিন্তু দীর্ঘ দেড় বছর টালবাহানার পর নাসরিন যখন তার শ্বশুর বাড়ি যেতে চায় ছেলের বাড়ি থেকে আপত্তি হওয়ার জন্য ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়।
দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় নাসরিন আজ সকালে তার শ্বশুর বাড়িতে ঢুকে পড়ে।নাসরিন শ্বশুরবাড়িতে ঢোকার পরেই তার শশুর শাশুড়ি পালিয়ে যায়।কিছুক্ষণ পর কুমারগঞ্জ থানা পুলিশ এলে তার শ্বশুর-শাশুড়ির পুনরায় বাড়িতে ফিরে আসে।
কুমারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এখন দুই পক্ষ বসেছে সমস্যা সমাধানে।হয়তো এখন কিছু সমস্যার সমাধান হলেও হতে পারে। নাসরিন বলে, “আমার নিজে পাওনার জন্য আজ আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি।
আরও পড়ুনঃ প্রবীণ নাগরিকদের সাথে স্বাধীনতা উদযাপন শুভেন্দু অধিকারীর
সমাজের বুকে আমি তো খারাপ হয়ে গেছি আমি আমার ন্যায্য পাওনার জন্য আজ আমি এখানে চলে এসেছি আমি কোন অন্যায় কাজ করিনি। সমাজের বুকে এরকম নাসরিনের মতন ঘটনা যেন আর না হয় তারই জন্য লজ্জা ঘৃণা ভয় সবকিছুকে উপেক্ষা করে আজ আমি এখানে দাঁড়িয়ে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584