মনিরুল হক, কোচবিহারঃ
গতকাল বন্দুক ঠেকিয়ে তোলা আদায়ের অভিযোগে আজ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সরব হল তৃণমূল। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার বেলতলায়।
জানা গেছে, এদিন প্রায় শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে এই প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। বেলতলা থেকে এই মিছিলটি শুরু হয়। এরপর গতকালের ঘটনাটি ঘটে যাওয়া এলাকা সহ বিভিন্ন জায়গা পরিক্রমা করে পুনরায় বেলতলাতে এসেই মিছিলটি শেষ হয়।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
এদিনের এই প্রতিবাদ মিছিলের বিষয়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, ‘গতকাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা উন্নয়ন মূলক কাজে পিস্তল ঠেকিয়ে তোলা চায়, তারই প্রতিবাদে আজ এই ধিক্কার মিছিল।’
পাশাপাশি তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে পরবর্তীতে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584