নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শৌচাগারের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভের বসলো গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মহিলারা।
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতে মূল গেটের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করে গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক মহিলা।এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে এই অবস্থান বিক্ষোভ বসে।তাদের দাবি, “কয়েক বছর আগে শৌচাগার করে দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নেওয়া হয়েছিল ৯০০ টাকা করে,কিন্তু বেশ কয়েক বছর অতিক্রম করে যাওয়ার পরেও আমরা পাইনি শৌচাগার।”
বিক্ষোভকারীরা বলে,”এদিকে সরকার বলছে, নির্মল বাংলা গড়তে, অথচ সেই সরকারেরই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টাকা জমা দেওয়া হলেও আমরা পাইনি শৌচাগার।বারবার গ্রাম পঞ্চায়েতে জিজ্ঞাসা করেও মিলেছে শুধু বঞ্চনা।
কাজের কাজ কিছুই হয়নি।তাই আজকে আমরা এই বিক্ষোভই বসেছি। আমরা চাই অবিলম্বে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নির্দিষ্ট দিন জানানো হোক আমরা কবে পাব শৌচাগার, তা না হলে আমরা এ বিক্ষোভ তুলবো না।” এদিন গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত কার্যালয় খুলতে না পারায় কর্মী সদস্যরা দাঁড়িয়ে থাকেন গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে।
আরও পড়ুন নতুন করে মদের দোকান,থানা ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের
এই বিক্ষোভ কে সর্মথন জানিয়েছেন বিজেপির চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডল সভাপতি রাজিব পাল।তিনি বলেন,”গ্রাম পঞ্চায়েত দূর্নীতির স্থান হয়েছে।তাই আজকের বিক্ষোভ কে আমরা সর্মথন করি।”
এদিন বিক্ষোভ তুলতে এসে বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়ে বিডিও শ্বাসত প্রকাশ লাহিড়ী,বিক্ষোভ কারীদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন।পরে বিষয়টি বুঝিয়ে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাদের ফেরত পাঠাতে সক্ষম হন।বেলা বারোটার পর তালা খোলে পঞ্চায়েত অফিসে।ভেতরে ঢোকে কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584