নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছে SSC দুর্নীতিতে। ইতিমধ্যেই এক প্রস্থ সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন তিনি। অন্যদিকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে তাঁর অনুগামীদের পোস্টারে। পোস্টারে লেখা হয়েছে, ‘হোক প্রতিবাদ’। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে সে মহা মিছিল হওয়ার কথা ছিল বিকেল ৪ টের সময়, জমায়েতের কথা ছিল অজন্তা সিনেমা হলের সামনে।
সে পোস্টার ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তার কিছু পরেই নিজের ফেসবুকের দেওয়ালে অনুগামীদের জন্য বার্তা দিলেন মন্ত্রী। লিখলেন, ‘মা মাটি মানুষের সরকারের উন্নয়নের ১১ বছর’ এর সমর্থনে মিছিল হতে পারে কিন্তু অন্য কোন বিষয়ে নয়। পাশাপাশি অবিলম্বে পোস্টারগুলি সরিয়ে নেওয়ার কথাও বলা হয় ঐ পোস্টে। তবে সংবাদ মাধ্যমের একাংশের দাবি ওই ফেসবুক অ্যাকাউন্টটি নাকি পার্থ চট্টোপাধ্যায়ের ভেরিফায়েড প্রোফাইল নয় , এটি পার্থ চট্টোপাধ্যায় নিজে ব্যবহার করেন না। এ তথ্য যদি সঠিক হয় তাহলে প্রশ্ন এমন নির্দেশ দিল কে? রহস্য ঘনীভূত পার্থ চট্টোপাধ্যায়ের পোস্ট ঘিরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584