নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সারা বিশ্ব জুড়েই ক্ষমতা ও সরকার বিরোধী যে কোনও প্রতিবাদের প্রতীকী চিত্র বদলে গিয়েছে সময়ে সময়ে। লেবাননের রাস্তায় মুখে রঙ লাগিয়ে ‘জোকার’ সেজে প্রতিবাদ করা, হংকং এ মুখোশ পরে অজ্ঞাত পরিচয়ে প্রতিবাদ করা, এমনকি দিল্লিতে জেএনইউ এর ছাত্রদের হিউম্যান র্যােলি চেন গঠন—এসবই ক্ষমতার মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য গর্জে উঠেছে কালের নিয়মে। কিন্তু সম্প্রতি ইরাকে সরকার বিরোধী একটি প্রতিবাদে এক বিরোধী চোখে পড়ার মতো এক কাণ্ড ঘটিয়েছে।
The Iraqi police brought their dogs for the protestors, and the protestors got a lion in return😂
Another reason to love Iraq❣️😅 pic.twitter.com/fomxq4TLoY
— سارة الباحثة (@SaraAlHashemia) November 13, 2019
একটি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সরকারের সুরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাথে পাল্লা দেওয়ার জন্য সেই প্রতিবাদী পোষ মানানো একটি সিংহ এনেছিল।
MEANWHILE IN #IRAQ
Iraqi protesters bring LION to the protesting areas after security forces intervened protests with Police dogs. pic.twitter.com/zkELq6IPcK
— Fatih (@fatihcagrii) November 14, 2019
আরও পড়ুনঃ বিক্রি হতে চলেছে এয়ার ইন্ডিয়া-ভারত পেট্রোলিয়াম
দক্ষিণ বাগদাদের ব্যাবেল এর রাস্তায় এই প্রতিবাদীকে দেখা গিয়েছে সিংহ নিয়ে ঘোরাফেরা করতে। জানা গিয়েছে, এই ব্যক্তি মধ্য প্রাচ্যের পতাকায় সিংহটিকে জড়িয়ে চেন দিয়ে বেঁধে নিয়ে ঘুরছিল।
বাগদাদ ও ইরাকের দক্ষিণ প্রান্তের এলাকাগুলিতে আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। সেনা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে এখনও অবধি ৩২০ জন নিহত হয়েছে।
আহতের সংখ্যা প্রায় ১০০০। যুবকদের মধ্যে বেকারত্বের হার বৃদ্ধি, অগ্রাধিকার না পাওয়া, রাষ্ট্রের দীর্ঘকালীন শোচনীয় অবস্থার সামগ্রিক বদল না হওয়া—এগুলিই ছিল আন্দোলনকারীদের বিক্ষোভের মূল বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584