প্রতিবাদের সুরে ‘কোরাস’এ জোট বাঁধল বহু কণ্ঠ

0
121

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

Chorus | newsfront.co
নিজস্ব চিত্র

বিরস বদনে রাজা ভাবে কি? দুঃখ যাবে কি? শাসকের বিরুদ্ধে এভাবেই সোচ্চার হল ‘কোরাস’। প্রতিবাদে কণ্ঠ মেলাল কলকাতার শিল্পীরা। এন আর সি-র বিরুদ্ধে শিল্পীদের এই প্রতিবাদ।

Chorus singer | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ‘কোরাস’ এর প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, অনুপম রায়, শিলাজিৎ মজুমদার, রূপম ইসলাম, অপর্ণা সেন, দেবজ্যোতি মিশ্র, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সোমলতা আচার্য চৌধুরী সহ আরও অনেকে।

Rupam Islam | newsfront.co
নিজস্ব চিত্র
Silajit | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ “ক্ষমতা থাকলে গ্রেফতার কর”, প্রশাসনকে হুমকি রোদ্দুর রায়ের

শাসকের বিরুদ্ধে এক সাথে গলা মেলালেন তারা। এন আর সি-র জন্য শাসকের বিরুদ্ধে অনেকেরই ক্ষোভ জন্মেছে।সেই ক্ষোভ থেকেই প্রতিবাদে নামলেন শিল্পীরা।

singer | newsfront.co
নিজস্ব চিত্র

“কেউ কেউ ছিল যাদের প্রয়াস হাতুড়ির ঘায়ে ভাঙেনি। কেউ কেউ ছিল মহাজন-পুঁজি যাদের কিনতে পারেনি। উদাসীন ভিড়ে দাঁড়িয়ে তোমার মুচকি হাসা। সব মনে রাখা হবে। সবকিছু মনে রাখা হবে।”

Anupam | newsfront.co
নিজস্ব চিত্র
Anirban | newsfront.co
নিজস্ব চিত্র

আমির আজিজের কবিতা ‘সব ইয়াদ রাক্ষা যায়গা’র বঙ্গানুবাদ করে এদিন নজরুল মঞ্চে এভাবেই প্রতিবাদে শামিল হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

singer | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন প্রতিবাদী সুরে গান ধরলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও। ঋদ্ধি সেন ও সুরঙ্গনার জুটিও এদিন গানে গানে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানাল।

Somlata | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন শ্রীজাত-র কবিতা প্রতিবাদকে আরও মজবুত করে তোলে। শাসকের বিরুদ্ধে প্রতিবাদে সকল কণ্ঠ এক হতেই লাল হয়ে উঠল মঞ্চ।

Aparna Sen | newsfront.co
নিজস্ব চিত্র

অপর্ণা সেনের তীব্র সেই কথার ধার যেন বিঁধে গেল শাসকের মনে। প্রতিবাদের সুরে মানুষের মনে শিহরণ জাগিয়ে তোলে এদিনের ‘কোরাস’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here