পথের দাবিতে বিক্ষোভ সাতগাছিয়ায়

0
33

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

বেহাল রাস্তা সংস্করণের দাবির পাশাপাশি নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । ফুটপাতের উপর বেআইনি নির্মাণের অভিযোগ আনলো বিক্ষোভকারীরা ।জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাতগাছিয়ার অবজারভার ওরফে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লাকে বিক্ষোভ দেখালেন বিক্ষোভকারীরা৷

people | newsfront.co
বিক্ষোভে সামিল জনগন ৷ নিজস্ব চিত্র

বিষ্ণুপুর থানার আমতলার ঘটনা। অভিযোগ আমতলা থেকে বজবজ যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন বেহাল হয়ে রয়েছে । বর্ষার জমা জলে অতিষ্ঠ এলাকাবাসী।এই রাস্তাটি নিবারণ দত্ত রাস্তা নামে পরিচিতি । প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হয় স্থানীয় থেকে গাড়ির চালকদের।

paper | newsfront.co
দাবি ৷ নিজস্ব চিত্র

কোথাও একফুট গর্ত আবার কোথাও বার তার বেশি গর্ত । জমা জলে রাস্তা পুকুরে পরিণত হয়েছে । জল নিকাশির কোন ব্যবস্থা নেই । নিকাশি ব্যবস্থার বদলে গড়ে উঠেছে টাকার বিনিময়ে নির্মাণ কার্য ।এই বিষয়ে কারোর কোন ভ্রুক্ষেপ নেই । অথচ জন প্রতিনিধিরা এই রাস্তা দিয়েই যাতায়াত করেন।

persons | newsfront.co
অভিযোগ ৷ নিজস্ব চিত্র

দেখেও কোন উদ্যোগ নেই মেরামত করানোর । বর্ষা নামলে রাস্তার বেহাল দশা নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমষ্টি উন্নয়ন আধিকারিদের জানিয়েও কোন সুরাহা হয়নি । অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জনগন।

আরও পড়ুনঃ বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল উদ্বোধন জঙ্গীপুরে

অবরোধে সময় অবরোধ কারীদের সম্মুখীন হন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৌকত মোল্লা। দীর্ঘ নয় বছর ধরে এখানে কোন জল নিকাশি ব্যবস্থা নেই । বিক্ষোভকারীদের রাস্তা সংস্করণের প্রত্যাশার প্রস্তাব রাখলে তবেই ওঠে অবরোধ। এখন কত তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হবে সেটাই দেখার বিষয় ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here