জিন্দালের হাতে হাসপাতাল তুলে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ

0
69

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

protests against jindal's hospitalization
প্রতিলিপি পোড়ানো।নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুরের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালকে জিন্দালের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দফতরে বিক্ষোভ দেখালো এস ইউ সি আই।মেদিনীপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু করে জেলা শাসক দফতরে উপস্থিত হন দলের কর্মী সমর্থকরা।বিক্ষোভ দেখানোর পাশাপাশি জিন্দালের সঙ্গে রাজ্য সরকারের মউ চুক্তির প্রতিলিপি পোড়ানো ও ক্ষুদিরাম মোড় অবরোধ করে।৪ ডিসেম্বর মেদিনীপুরে প্রশাসনিক সভায় মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন সাধারণ মানুষের চিকিৎসার কোনো অসুবিধা হবে না,ভুল বোঝানো হচ্ছে।কিন্তু এস ইউ সি আই নেতৃত্ব জানায় মুখ্যমন্ত্রী সত্য আড়াল করছেন। জিন্দালরা ব্যবসায়ী, জনদরদী নয়।তারা শালবনী হাসপাতালে জনসেবা করবে না, ব্যবসা করবে।এস ইউ সি আই নেতৃত্ব আরও জানান,যেভাবে উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার নামে কোম্পানীর হাতে তুলে দেওয়ার কুফল জনসাধারণ ভোগ করছে ঠিক একই পরিণতি হবে শালবনী হাসপাতালের ক্ষেত্রেও। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য তুষার জানা।

protests against jindal's hospitalization
অবরোধ।নিজস্ব চিত্র

আরও পড়ুন: পেশাগত দাবীতে কেবল অপারেটরদের মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here