তন্ময় মণ্ডল, কলকাতাঃ
কলকাতা বন্দরের ১৫০-তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি ঘোষণা করেন কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হলো শ্যামাপ্রসাাদ মুখার্জী বন্দর। শুধু তাই নয় তিনি আরও বলেন, দেশে শিল্পায়ণের প্রণেতা, বাংলার উন্নয়নের প্রবক্তা শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে এই বন্দরের নামকরণ করতে পেরে আমি ধন্য।
আর এই কলকাতার ঐতিহ্যশালী বন্দরে নাম পরিবর্তনের ফলে বেজায় চটেছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি বন্দরের নাম পরিবর্তন করা যাবে না। আর যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জী কেন রাজা রামমোহন রায়ের নামে বন্দর করা হোক।
এই নাম পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করেই আজ বিকেলে ছাত্রছাত্রীরা কলকাতা পোর্ট ট্রাস্টের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি শ্যামাপ্রসাদ মুখার্জী বাংলা ও বাঙালির জন্য কিছু করেননি। বিজেপি চারিদিকে শুধু নাম পরিবর্তন করে যাচ্ছে এটা আমরা মেনে নেব না ঐতিহ্যশালী কলকাতা বন্দর কোন রাজনৈতিক নেতার নামে হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584