পাকিস্তানে মৌলবাদী হানায় ভাঙা মন্দির পুনঃনির্মাণ হবে সরকারি খরচে

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুন প্রদেশে এক মৌলবাদী গোষ্ঠীর কিছু উন্মত্ত জনতার হাতে ক্ষতিগ্রস্থ হিন্দু মন্দির পুনঃনির্মাণ করা হবে। তথ্যমন্ত্রী কামরান বানগাস জানিয়েছেন, প্রাদেশিক সরকারের ফান্ডের টাকায় এই নির্মাণ কাজ হবে।

police force | newsfront.co
ভাঙা মন্দির প্রাঙ্গনে তদন্তে পুলিশ। ছবিঃএএফপি

এছাড়াও চলতি সপ্তাহে পেশওয়ার থেকে ১০০ কিলোমিটার দক্ষিণপূর্বে করক শহরে শ্রী-পরমেশ্বরজী সমাধি নামে ওই মন্দির ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত স্থানীয় মুসলিম নেতাসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ করোনায় প্রয়াত মাণিক মজুমদার, সহযোদ্ধাকে হারিয়ে শোকাহত মুখ্যমন্ত্রী

মন্দির পুনঃনির্মাণ প্রসঙ্গে, প্রদেশিক তথ্যমন্ত্রী কামরান বানগাস বলেন, আক্রমণের ফলে যে ক্ষতি হয়েছে সে জন্য তাঁরা দুঃখিত। পাশাপাশি তিনি এও জানান যে, মুখ্যমন্ত্রী মন্দির এবং ক্ষতিগ্রস্ত বাড়ি পুনঃনির্মাণের নির্দেশ দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের সহযোগিতায় দ্রুত পুনঃনির্মাণের কাজ শুরু হবে এবং এই এলাকায় নিরাপত্তাও বাড়ানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ করোনাজয়ী হলেই মিলবে চাকরি! স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

জেলা পুলিশ প্রধান ইরফানুল্লাহ খান এএফপিকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় মুসলিম নেতা মোল্লা শরীফসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মোল্লা শরীফ জনগণকে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ।

পুলিশ প্রধান আরও জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তানের বৃহৎ ইসলামিক দল জমিয়ত উলামা ই ইসলামের জেলা নেতা মোল্লা মীর্জাকে খুঁজছেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here