নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গতকাল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে তিনি রিঠালায় নির্বাচনী সভায় জনতাকে একটি বিশেষ স্লোগান উচ্চারণ করিয়ে উত্তেজিত করছেন। তিনি বলছেন ‘দেশ কা গদ্দার কো’; সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত উত্তেজিত জনতা সেই স্লোগানের পরবর্তী অংশে বলছেন, ‘গোলি মারো শালো কো।’ অর্থাৎ দেশ বিরোধী কাজ যারা করবেন, তাদের গুলি করাই শ্রেয় মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
কেন্দ্রীয় মন্ত্রীর এইরূপ একরোখা, আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো মন্তব্যে রাজনৈতিক মহলে ও নেটিজেনদের মধ্যে শোরগোল পড়েছে। এমনকী সভায় ঠিক কী বলা হয়েছিল, সেই নিয়ে রিপোর্ট তলব করেছে দিল্লির নির্বাচন কমিশনের সিইও অফিস।
এদিকে অনুরাগের বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জী। তিনি জানিয়েছেন, দেশে চাকরি নেই, অর্থনীতির অবস্থা করুণ। পাশাপাশি এমন কোনও বিষয় নেই, যা সৃষ্টি করে দেশের গণতন্ত্রের অভিমুখ ঘুরিয়ে দেওয়া যাবে। তাই মোদি সরকার এই মেরুকরণের রাজনীতিতে মেতেছে।
Introducing Anurag Thakur, MoS Finance, GoI. pic.twitter.com/Kwh4OhicYa
— Ravi Nair (@t_d_h_nair) January 27, 2020
অনুরাগের মতে শাহীনবাগ-সহ অন্যান্য বিক্ষোভস্থলে ভারত বিরোধী আন্দোলন হচ্ছে। এর পরেই বিতর্কিত মন্তব্যটি করেন অনুরাগ ঠাকুর। সেই বিতর্কিত মন্তব্য সম্পর্কে কংগ্রেস মুখপাত্র শর্মিষ্ঠা মুখার্জি প্রধানমন্ত্রীর নাম না করে বলেন যে অনুরাগ তাঁর সিনিয়রদের থেকে শিক্ষা নিয়েছেন যারা পোশাক দেখে প্রতিবাদীদের চিহ্নিত করতে পারে।
দিল্লির চিফ ইলেকশন অফিসার রিঠালা বিধানসভার রিটার্নিং অফিসারর থেকে এই সভা সম্পর্কে বিষদে রিপোর্ট তলব করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584