মনিরুল হক, কোচবিহারঃ
পাওনা টাকা না দেওয়ার অভিযোগ তুলে এক তৃণমূল কংগ্রেস নেতার ভাইকে আটকে বিক্ষোভ দেখাল একদল জনতা। আজ তুফানগঞ্জের দেওচরাই বাজারে ওই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সম্পাদক ফারুক মণ্ডলের ভাই বাপ্পা মণ্ডলকে আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাপ্পা মণ্ডলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ বাংলায় আমপানের ক্ষতিপূরণ বাবদ ২,৭০৭ কোটি টাকার অর্থ সাহায্য কেন্দ্রের
বিক্ষোভকারীরা অভিযোগ করে, বাপ্পা মণ্ডলের কাছে মাটি কাটা বাবদ স্থানীয় একজন ২৩ হাজার টাকা পান। কিন্তু সেই টাকা না দিয়ে দীর্ঘদিন থেকে ঘোরানো হচ্ছে। তাই এদিন উত্তেজিত জনতা এসে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। যদিও ফারুক মণ্ডল ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “একা পেয়ে ওকে দিয়ে ক্যামেরার সামনে টাকা পাওয়ার কথা বলতে বাধ্য করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এমনটা করা হয়েছে। এর জন্য প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মজিবর রহমান এবং ফারুক মণ্ডলের গোষ্ঠী লড়াই রয়েছে। আর সেই কারণেই ওই ঘটনা বলেও অনেকে দাবি করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584