ছেলেধরা সন্দেহে গণপিটুনি

0
63

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ ছেলেধরা গুজবের জেরে গনপিটুনির ঘটনা অব্যাহত মালদা জেলায়। শুক্রবার সকালে ফের ছেলেধরা সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার এক শিশু কন্যাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া রেল কলনীর ঘটনা। পুলিশ জখম যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করে।

ছবিঃঅভিষেক দাস

পুলিশ সূত্রে জানা গিয়েছে,জখম যুবকের নাম আইজুল শেখ(২২)। বাড়ি বিহারের পূর্ণিয়া এলাকায়। জানা গিয়েছে,শুক্রবার সকাল দশটা টা নাগাদ রেল কলনী এলাকায় একটি বাড়িতে ডুকে পরে ওই যুবক। সেই সময় ঘরের মধ্যে বসে টিভি দেখছিল ওই ৪ বছরের শিশু কন্যা। তাকে নিয়ে পালানোর চেষ্টা করলে দেখে ফেলে শিশুটির মা।যুবককে বাধা দিয়ে শুরু করে চিৎকার। ছুটে আসে প্রতিবেশিরা। যুবককে হাতেনাতে ধরে শুরু হয় গনপ্রহার।

ছবিঃঅভিষেক দাস

ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। গনপ্রহারের হাত থেকে তাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করায়।মালদা জেলায় এই নিয়ে সাত জন ছেলেধরা গুজবে গণধোলায়ের স্বীকার হল। এমন ঘটনায় এক জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। তবে এদিনের ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here