হরষিত সিংহ,মালদহঃ
গরু চোর সন্দেহে এক ভুটভুটি চালককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় মালদহ থানার রায়পুর গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের প্রহারে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয় ওই ভুটভুটি চালক।বর্তমানে আক্রান্ত যুবক মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আক্রান্ত ভুটভুটি চালকের নাম সুকুমার চৌধুরী(২৫)। বাড়ি পুরাতন মালদহে ভেস্ট পাড়া এলাকায়। আক্রান্তর অভিযোগ,সোমবার সন্ধ্যায় ভুটভুটি বাড়িতে রেখে বাগানের দিকে বেরিয়েছিল।এমন সময় রায়পুর এলাকার কয়েকজন গরু চোর সন্দেহে মারধর শুরু করে তাকে।রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।বর্তমানে সেখানে চলছে তার চিকিৎসা।যদিও চিকিৎসাধীন ওই যুবক রাতের অন্ধকারে কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছে।জানা গিয়েছে,গত কয়েকদিন ধরে ওই এলাকায় ছাগল,গরু চুরির ঘটনা বেড়ে চলেছে। সোমবার সন্ধ্যায় ওই ভুটভুটি চালককে গরু চোর সন্দেহে মারধোর করে গ্রামের কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।তবে ঘটনার তদন্তে নেমেছে মালদহ থানার পুলিশ।
আরও পড়ুনঃ নন্দীগ্রামের মৃত সেনা জওয়ানের পরিবারের পাশে শুভেন্দু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584