বাসের রেষারেষির বলি যুবক, রণক্ষেত্র খিদিরপুর

0
39

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

তিনটি বাস রেষারেষির জেরে এক যুবককে পিষ্ট হয়েছে খিদিরপুরের মোমিনপুরের। এর পরেই উত্তেজিত জনতা বাস ভাঙচুর শুরু করে ও ওই তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়।

public bus burnt due road accident | newsfront.co
ক্ষোভের আগুনে জ্বলছে বাস। নিজস্ব চিত্র

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এমনকি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ‌ও করতে হয় পুলিশকে।

public bus burnt due road accident | newsfront.co
ভস্মীভূত। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অসমের পরে পশ্চিমবাংলা, এনআরসি-র আতঙ্কে ত্রস্ত আমজনতা

১২সি ও ১২সিএ/১/এ রুটের দুটি বাস বেপরোয়া গতিতে রেষারেষি করতে গিয়ে মৃতের মাথার ওপর দিয়ে চলে যায় বাসের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরুন বর্মা নামে ওই যুবকের। এরপরই ক্ষুব্ধ জনতা ২৫৯ রুটের একটি বাস সহ দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এই পরিস্থিতি সামাল দিতে ঘটিনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী। পুলিশ গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইঁট ও পাথর ছোঁড়া। পরিস্থিতি সামাল দিতে শুরু হয় লাঠিচার্জ। নামানো হয়েছে র‍্যাফ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here