শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
এ যেন এক যাত্রায় পৃথক ফল। একই দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে যেখানে অনুদান দিচ্ছেন, সেখানে কি ভাবে পুরোহিতদের জন্য ভাতা বরাদ্দ মাত্র ১০০০ টাকা! এই প্রশ্ন তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন সিটু নেতা সৌরভ দত্ত। এই নিয়ে দুটি মামলা দায়ের করেছেন তিনি।
একটি মামলায় যেখানে ক্লাবগুলোকে অতিরিক্ত অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে, তেমনি অন্য একটি মামলায় প্রশ্ন রয়েছে পুরোহিত ভাতা নিয়েও।তার আশঙ্কা, এতে সংবিধানের ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে। আগামী বুধবার এই মামলার শুনানি। দুটি মামলাই শুনবেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ।উল্লেখ্য, ২০১৮ সালেও দুর্গাপুজো কমিটিগুলোকে ১০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ বিজেপির নবান্ন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কলকাতায়
তখনও এতে সংবিধানের ধর্মনিরপেক্ষতা নষ্ট হবে এই অভিযোগ এনে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন দুর্গাপুরের আইএনটিইউসি নেতা সৌরভ দত্ত। এরপর ২০১৯-এর দুর্গাপুজো কমিটিগুলোকে ২৫,০০০ টাকা করে দেওয়ার প্রস্তাব ঘোষণা করে রাজ্য। পাশাপাশি ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য পুরোহিত ভাতা দেওয়ার কথা বলা হয়। সেইসঙ্গে এবার দুর্গাপুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়। অর্থাৎ প্রত্যেক বছর ক্লাবগুলোকে বরাদ্দ টাকা বেড়ে গিয়েছে।
একই পুজোয় ক্লাব এবং পুরোহিত কে আলাদাভাবে টাকা দিলে তাতে সংবিধানে ধর্মনিরপেক্ষতা নষ্ট হতে পারে এই দাবি তুলে মামলা দুটি দায়ের করা হয়েছে।আইনজীবী সালোনি ভট্টাচার্য জানিয়েছেন, এই নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কপি আদালতে বুধবার জমা দেবেন। তারপর এই মামলার বিচার করবে মহামান্য আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584