তৃণমূল ৫-০ তে এগিয়ে আছে,বেলদার জনসভায় অভিষেক

0
64

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Public meeting of abhishek at belda
নিজস্ব চিত্র

শনিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে বেলদা ব্লকের বাখরাবাদে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।এই জনসভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Public meeting of abhishek at belda
নিজস্ব চিত্র

সভায় তিনি কেন্দ্র সরকারকে নোট বন্দি,দুই কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি ও ব্যাংক একাউন্টে প্রতিটি মানুষের পনের লক্ষ টাকা করে জমা করা প্রসঙ্গে তুলোধুনো করেন।তিনি বলেন,’এ পর্যন্ত যে পাঁচটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তাতে তৃণমূল পাঁচ-০ তে এগিয়ে রয়েছে।

Public meeting of abhishek at belda
নিজস্ব চিত্র

এরপর আর পাঁচটি দফায় সাইত্রিশটি কেন্দ্রে নির্বাচন হবে সেগুলোতেও তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।আমাদের বিয়াল্লিশ এ বিয়াল্লিশ করার প্রতিজ্ঞা পূর্ণ হবে এবং ২৩ মে বিজেপি দলকে বাংলা থেকে খাটে তুলে শ্মশানে নিয়ে যাওয়া হবে হরিবোল দিতে দিতে।

Public meeting of abhishek at belda
নিজস্ব চিত্র

শান্তিপূর্ণ বাংলায় যারা তরোয়াল নিয়ে মাথায় পট্টি বেঁধে ঘুরে বেড়াচ্ছে তারা একদিন হার্মাদ ছিল।লাল পোশাক বদলে তারা এখন গেরুয়া পোশাক ধরেছে।দুই হাজার এগারো সালে সিপিএমের সর্বনাশ হয়েছে চৌত্রিশ বছরে কোনো কাজ করেনি বলে।আর ধর্মের নামে হাতের তরোয়াল নিয়ে ঘুরে বেড়ানো ভয়ংকর বিজেপিকে মানুষ কখনো আপন করতে পারে না।এরা মানুষের শত্রু। তাই এদের কাছে কখনো রাজনীতি শিখতে যাব না।

Public meeting of abhishek at belda
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মনোনয়ন জমা দিয়ে বাঁধাকপির সাথে তৃণমূলের অবস্থার তুলনা দিলীপের

Public meeting of abhishek at belda
নিজস্ব চিত্র

সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী,যুবশ্রী, বাংলা গ্রাম সড়ক যোজনা সহ বিভিন্ন প্রকল্প বিশ্লেষণ করতে গিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান ও অন্যদিকে কেন্দ্রের সিদ্ধান্ত গুলিকে জনবিরোধী আখ্যা দিয়ে নরেন্দ্র মোদির মুন্ডুপাত করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here