সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
রায়দিঘি থানার অন্তর্গত নবগ্রমের এক সমবায় ব্যাংককে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ।
গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে এই সমবায় ব্যাংকটি বন্ধ আছে তাই ব্যাংকটি বন্ধ থাকাই সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। তারা ব্যাংক কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা না মেলায় আজকের বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় দু’মাস আগে এই ব্যাংকটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তারপর থেকে ব্যাংকটি বন্ধ আছে।
আরও পড়ুনঃ পথে নেমে জনতার জটলা ভাঙলেন ডায়মন্ড হারবারের এসডিও-এসডিপিও
গ্রাহকদের দাবি এই ব্যাংকটি বন্ধ থাকার জন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই তারা ব্যাংকের কোষাধ্যক্ষ নয়ন হালদারকে ব্যাংকের মধ্যে আটকে রেখে বিক্ষোভ।
ঘটনায় রায়দিঘি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। তখনই পুলিশকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ বাড়তে থাকে। প্রায় চার ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ লাঠিচার্জের প্রস্তুতি নিতেই ছত্রভঙ্গ হয় বিক্ষুব্ধ জনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584