মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। গত ২৫ মার্চ থেকে গণপরিবহণ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সমগ্র দেশে এখন তৃতীয় দফার লকডাউন চলছে। লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হলে গণপরিবহণ সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রক।
সেই নির্দেশিকা অনুসারে এক চালক ও দু’জন যাত্রী-সহ ট্যাক্সি ও ক্যাব পরিষেবায় ছাড় দেওয়া হয়। নির্দিষ্ট কাজে জেলার অভ্যন্তরে ব্যক্তি ও যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। চার চাকার যানে চালকের সঙ্গে দুই যাত্রীর সফর করার অনুমোদনও দেওয়া হয়েছে। পাশাপাশি, আন্তঃজেলা এবং জেলা থেকে জেলায় বাস চলাচলে এখনও পর্যন্ত অরেঞ্জ জোনে কোনও ছাড় ঘোষণা করেনি স্বরাষ্ট্র মন্ত্রক। তবে নির্দিষ্ট কাজে ক্যাব ও ব্যক্তিগত চার চাকার যানে শর্তসাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবারের বৈঠকে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি জানান, দ্রুত গণপরিবহণ পরিষেবা চালু করা হবে। তবে পরিষেবা চালু করার সময় হাত ধোওয়া, স্যানিটাইজিং, মাস্ক ব্যবহারের মতো নির্দেশ মেনে চলতে হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন যে, করোনা পরিস্থিতিতে গণপরিবহণ চালু হলে মানুষের মনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের যে ভয় রয়েছে তা কিছুটা দূর হবে। মনোবল বাড়বে সাধারণ মানুষের। গণপরিবহণ পরিষেবা চালু হলেও ঘরোয়া বিমান চলাচল এখনই চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক উড়ান পরিষেবা মন্ত্রী হরদীপ পুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584